ঢাকা জেলার ধামরাইয়ে এবার মাল্টার বাম্পার ফলন||rajshahirdorpon24
ঢাকা জেলার ধামরাইয়ে এবার মাল্টার বাম্পার ফলন |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে এবার মাল্টার বাম্পার ফলন হয়েছে। লাল মাটিতে এ উপজেলায় প্রথমবার মাল্টা চাষ হওয়ায় সফলতা পেয়েছেন এনামুল হক আইয়ুব নামের এক ব্যক্তি।
ধামরাই উপজেলা কৃষি অফিস জানায়, ধামরাইর উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে প্রায় এক বিঘা জমিতে বারী জাতের মাল্টা চাষ করেন এনামুল হক আইয়ুব। মাল্টার ফলন বাম্পার হয়েছে। গাছ গুলোতে শুধু মাল্টা আর মাল্টা। মাল্টা গুলো ওই এলাকা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েকগুণ। ধামরাই ও সাভারের চাহিদা মিটিয়ে এসব সুস্বাদু মাল্টা রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। আবার সুস্বাদু ও বিষমুক্ত হওয়ায় অনেকে বাগান থেকে মাল্টা কিনে নিয়ে যাচ্ছেন। মাল্টা চাষে তেমন কোন খরচ নেই বললেই চলে।
মাল্টা গাছে পোকা মাকড় দমনসহ নানা বিষয়ে ওই মাল্টা চাষীকে সহযোগীতা করা হচ্ছে বলে জানিয়েছেন ধামরাই উপজেলা কৃষি অফিসার আরিফুল ইসলাম।
No comments