বাঘায় বীজ তলা স্থাপন ও প্রদর্শনীর উপকরণ বিতরণ ||rajshahirdorpon24
বাঘায় বীজ তলা স্থাপন ও প্রদর্শনীর উপকরণ বিতরণ |
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় কৃষকদের মাঝে বীজতলা স্থাপনের জন্য রোপা আমন বীজ, প্রদর্শনীর উপকরণসহ প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০-০৯-২০২১) উপজেলা কৃষি অধিদপ্তর এ আয়োজন করেন। অর্থ বছর ২০২০-২১ রাজস্ব খাতের অর্থায়নে রোপা আমন চাষে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের কমিউনিটি সবজি-বীজ তলা স্থাপন ও পুষ্টি প্রযুক্তি গ্রাম প্রদর্শনীর এই উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৭ টি ইউনিয়নের গ্রাম পর্যায়ে রোপা আমন বীজের প্রদর্শনী ক্ষেত স্থাপন করা হবে। উপজেলার ২৩জন কৃষকের মাঝে উন্নতমানের বীজ ,সার ও প্রদর্শনী সাইন বোর্ড সরবরাহ করা হয়েছে। এই ক্ষেতগুলো কৃষি বিভাগের পক্ষ থেকে মাঝে মধ্যে তদারকি করে ধানের অবস্থা বুঝে কৃষকদের নানাভাবে সহায়তা ও কৃষি পরামর্শ দেয়া হবে জানা গেছে।
উপজেলার বারখাদিয়ার গ্রামের ফজলু বলেন, কৃষি অফিসের সহায়তায় কৃষি প্রযুক্তি সম্পন্ন পদ্ধতিতে রোপা আমন উৎপাদনের লক্ষে উন্নত মানের বীজ পেয়েছি। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঝে মধ্যে তদারকি করলে কৃষকদের মাঝে দেওয়া এই বীজের সুফল সকলেই পাবেন বলে আমার বিশ্বাস করি ।
উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, উপজেলার উন্নত বীজতলা স্থাপন ও ফসল উৎপাদনের লক্ষে কৃষকদের প্রশিক্ষনের মাধ্যমে লিড ফার্মার নির্বাচন করে, নানা ভাবে সহায়তা করে আসছে কৃষি অধিদপ্তর । তাদের ভালো ফসল উৎপাদনে দেখে অন্যান্য কৃষকরাও যাতে উদ্বুদ্ধ হতে পারেন।
No comments