Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘা থানার ওসি’র বিদায়ী সংবর্ধণা ||rajshahirdorpon24



    স্টাফ রিপোর্টার,বাঘা:

    রাজশাহীর বাঘা থানার  অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়েছে। 


    মঙ্গলবার (৩ আগষ্ট) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান  পৃথক পৃথক আয়োজনে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়। বাঘায় যোগদানের ২বছর নিষ্ঠার সাথে দায়িক্ব পালন করেন তিনি। যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো ছিল বলে বিদায় অনুষ্ঠানের বক্তব্যকালে বলেছেন বক্তারা।


    জানা যায়, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা আ’লীগ, ইউনিয়ন পরিষদ, বাঘা প্রেস ক্লাব, উপজেলা পুজা উৎযাপন কমিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচাজর্ (ওসি) নজরুল ইসলামকে ফুল দিয়ে সংবর্ধণা দেয়া হয়। বিদায় সংবর্ধণার পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাশেদ আহমেদ ,উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, নির্বাচন অফিসার মজিবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, 


    বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবির মিলন, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু, সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহা, বাঘা থানার ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন, উপ-পরিদর্শক মোকারম হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।


    জেলা পুলিশের একটি মুখপত্র জানান, ওসি নজরুল ইসলাম সিনিয়র হওয়ায় এক সপ্তাহের জন্য তাঁকে রাজশাহী ডিআইজি কার্যালয়ে রাখা হবে। তারপর কর্তৃপক্ষ যেখানে দায়িত্ব দিবেন সেখানে তিনি যোগদান করবেন।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728