ভাড়া নিয়ে বিতণ্ডা, যাত্রীর লাথিতে প্রাণ গেল চালকের!||rajshahirdorpon24
ভাড়া নিয়ে বিতণ্ডা, যাত্রীর লাথিতে প্রাণ গেল চালকের! |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
ঢাকার সাভারে অটোরিকশার ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে যাত্রীর লাথিতে চালকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, অটোরিকশাসহ পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত হলে তার মৃত্যু হয়েছে। এঘটনায় অভিযুক্ত ফজলুল হক নামে অটোরিকশার যাত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার সকাল ৯টার দিকে নরসিংহপুর-কাশিমপুর সড়কের ইউসুফ মার্কেট এলাকার দূর্যয় রেস্টুরেন্টের সামনে এইরঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক আব্দুল আলিম গাজীপুরের কাশিমপুর থানার ৫ নং ওয়ার্ডের বাগবাড়ী এলাকার মো. জয়নালের ছেলে।
আটক ফজলুল হক একই থানাধীন শুড়াবাড়ি রাইসমিল এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে নরশিংহপুর-কাশিমপুর সড়কের শুরাবাড়ি রাইসমিল এলাকা থেকে চালক আলিমের অটোরিকশায় উঠেন যাত্রী ফজুলল। পরে ইউসুফ মার্কেট এলাকায় ওই যাত্রীকে নামিয়ে দেন আলিম। তখন পাঁচ টাকা ভাড়া দিতে চাইলে চালক আলিম তা নিতে অস্বীকৃতি জানায়। এসময় তাদের মধ্যে বিতণ্ডার এক পর্যায়ে যাত্রী ফজলুল হক ক্ষিপ্ত হয়ে অটোরিকশার ছাদের রড ধরে ঝুলে চালক আলিমকে সজোরে লাথি মারেন। এতে অটোরিকশাসহ চালক আলিম মাটিতে পড়ে যান। এসময় অটোরিকশার ছাদের অংশে থাকা রডের সাথে আলিমের মাথার একপাশ আঘাতপ্রাপ্ত হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশা চালকের। পরে স্থানীয়রা যাত্রী ফজলুল হককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব শিকদার বলেন, নিহত আটোচালকের মরদেহ থানায় রাখা হয়েছে। এঘটনায় অভিযুক্ত ব্যক্তিও পুলিশ হেফাজতে আছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
No comments