বাঘায় পদ্মার চরাঞ্চলে পানিবন্দী মানুষদের মাঝে ত্রাণসহায়তা ||rajshahirdorpon24
বাঘায় পদ্মার চরাঞ্চলে পানিবন্দী মানুষদের মাঝে ত্রাণসহায়তা |
স্টাফ রিপোর্টার বাঘা:
রাজশাহীর বাঘার পদ্মার চরাঞ্চলে চকরাজাপুর ইউনিয়নে পানিবন্দী মানুষদের মাঝে সরকারী ত্রাণসহায়তা প্রদান করা হয়েছে।সর্বশেষ মঙ্গলবার(৩১ আগষ্ট) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ২ হাজার ৫০০ পরিবারের মাঝে ১২.৫ মেট্রিকটন চাল, ২.৫ মেট্রিকটন আলু, ২.৫ মেট্রিকটন লবন ত্রাণসহায়তা দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি ও ব্যক্তি উদ্যোগে ছয় দফা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে পানিবন্দী মানুদের মাঝে । সর্বশেষ মঙ্গলবার আবারও ত্রাণসহায়তা বিতরণ করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শামীম আহম্মেদ,উপজেলা আনসার ভিডিপি অফিসার মিলন কুমার দাস ,চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আযমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিগণ।
No comments