বাঘায় বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার! ||Rajshahirdorpon24
ফাইল ফটো |
স্টাফ রিপোর্টার বাঘা:
বাঘায় বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে শাহরিয়ার আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকাসক্ত শাহরিয়ার আলম (২০) উপজেলার মনিগ্রাম হাজীপাড়ার গোলাম রব্বানীর ছেলে। সোমবার (০৭-০৯-২০২১) দায়েরকৃত মামলায় গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। পারিবারিক সুত্রে জানা গেছে,বর্তমানে সে জেলখানায় আছে।
পুলিশ জানায়, তার অত্যাচারে অতিষ্ঠ বাবা-মা থানায় অভিযোগ করেন। নেশায় আসক্ত শাহরিয়ার আলম,মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র বিক্রি করতো। তাকে নিষেধ করায়,মারমুখি হয়ে উঠতো। এমনকি হাসুয়া নিয়ে খুনের ভয়ও দেখাতো।
মা সাহারা বেগম বলেন, তার গ্রামের আশ-পাশ এলাকায় মাদকের ছোবলে বিপদগামী হচ্ছে আমার ছেলের মতো অনেকেই। তারা নেশার টাকা যোগাড় করতে বাড়ির জিনিসপত্রই বাজারে বিক্রি করেছেনা,সুযোগ পেলে অন্যের জিনিসপত্র হাতানোর চেষ্টা করে। আমার ছেলেকে বিভিন্নভাবে বুঝানোর পরেও তাকে মাদক সেবন থেকে বিরত রাখা যায়নি। দিনের দিন আরো বৃদ্ধি পেয়েছে। টাকা পয়সা না দেওয়ায় বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করে। নিষেধ করলে মারমুখি আচরন করে। তার ভাব দেখে মনে হয়েছে,খুনের মতো ঘটনা ঘটাতেও দ্বিধাবোধ করবেনা। এমন অবস্থার প্রেক্ষিতে পারিবারিকভাবে সিন্ধান্ত নিয়ে থানায় অভিযোগ করেছেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় শাহরিয়ার আলমকে সোমবার গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
No comments