Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে চিকিৎসক থাকলেও ৯ বছর ধরে অকেজো ডেন্টাল মেশিন !||rajshahirdorpon24

     

    ৯ বছর ধরে অকেজো ডেন্টাল মেশিন


    মোঃজিল্লুর রহমান চারঘাট,(রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে নয় বছর ধরে অকেজো ডেন্টাল মেশিন

    রাজশাহীর চারঘাটে নয় বছর ধরে অকেজো ডেন্টালমেশিন। 

    ৫০ শয্যার চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দন্ত চিকিৎসক ও ডেন্টাল টেকনোলজিস্ট কর্মরত থাকলেও নয় বছর ধরে অকেজো ডেন্টাল মেশিন। ফলে ব্যাহত হচ্ছে দাঁতের রোগীদের চিকিৎসা কার্যক্রম। 



    হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০৭ সালে একটি ডেন্টাল মেশিন সরবরাহ পাওয়া যায়। ডেন্টাল মেশিন স্থাপনের পর দীর্ঘদিন দন্ত চিকিৎসক না থাকায় অব্যবহৃত ছিল মেশিনটি। ফলে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এর নিউমেটিক সার্কিট, ইলেকট্রনিক সার্কিট, সলোনায়ভ বাল্ব, সাকশন মেশিন ও সকল পাইপ সম্পূর্ণ অচল হয়ে যায়। এ ছাড়া বিচ্ছিন্ন হয়ে যায় কমপ্রেসর সেটআপের সকল সংযোগ। ফলে ২০১২ সাল থেকে মেশিনটি অকেজো।


    গত ৯ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে মেশিনটি। বর্তমানে দন্ত চিকিৎসক ও ডেন্টাল টেকনোলজিস্ট কর্মরত থাকলেও স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) আগত রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছে। সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পেয়ে রোগীদের ছুটতে হচ্ছে বাইরের চিকিৎসকের কাছে।



    স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত চিকিৎসক ডা. গিয়াস উদ্দীন বলেন, ‘দাঁতের চিকিৎসা একটি সার্জারি নির্ভর চিকিৎসা হওয়াতে পরিপূর্ণ চিকিৎসা সেবা দিতে গেলে এখানে চিকিৎসক ও টেকনোলজিস্টের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি, ম্যাটেরিয়ালস সেই সঙ্গে জীবাণুমুক্ত করার সবকিছু এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা থাকতে হবে। বর্তমানে অপারেটিভ (যেগুলোতে মেশিন চালাতে হয়) ট্রিটমেন্টগুলো দেওয়া সম্ভব হয় না। শুধুমাত্র ওষুধ লিখে যা যা করা যায় (ব্যথার ওষুধ, ওরাল হাইজিন ইন্সট্রাকশন, অ্যান্টিবায়োটিক এর মাধ্যমে চিকিৎসা) তাই করা সম্ভব হয়।’


    তিনি আরও বলেন, ‘ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল মেশিন তো দূরের কথা, বসার জন্য একটা ভালো রুমও নেই। প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসা নিতে এসে ফেরত যাচ্ছে। তাদের শুধু হাতে পরামর্শ লিখে পাঠানো হচ্ছে। কোনো চিকিৎসা প্রদান করতে পারছি না।’


    চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম রবিন বলেন, ‘দন্তচিকিৎসক না থাকায় দীর্ঘদিন অব্যবহৃত থাকার ফলে মেশিনটি অকেজো হয়ে গেছে। এটি মেরামত অথবা নতুন ডেন্টাল মেশিন বরাদ্দ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’


    চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ‘ মেশিনটি আমি স্বাস্থ্য কমপ্লেক্সে আসারও অনেক আগে থেকে অকেজো অবস্থায় রয়েছে। মেশিনটি মেরামত কিংবা নতুন একটি ডেন্টাল মেশিন স্থাপনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।’

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728