চারঘাটে যুবকের লাশ উদ্ধার!||rajshahirdorpon24
চারঘাটে যুবকের লাশ উদ্ধার! |
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের পাশের কচু ক্ষেত থেকে শান্ত ইসলাম (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শান্ত ইসলাম ঐ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে চারঘাট মডেল থানা পুলিশ এই যুবকের লাশ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শান্ত ইসলাম গত দুই দিন ধরে নিখোঁজ ছিলো বলে পারিবারিক সূত্র জানিয়েছে। শুক্রবার দুপুরে জুমআর নামাজের পরে মুসল্লিরা বের হলে নিহতের বাড়ির পাশের কচু ক্ষেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি এটা হত্যাকাণ্ড। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
No comments