বাঘায় উচ্ছাস-আনন্দে নৌকাবাইচ উপভোগ,বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ||rajshahirdorpon24
স্টাফ রিপোর্টার,বাঘা :
মুজিব শতবর্ষ উপলক্ষে,উৎসবমুখর পরিবেশে রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের পদ্মা নদে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ প্রতিযোগিতা। দুইদিনব্যাপি ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে ইউনিয়ন পরিষদ। শনিবার (১৬-১০-২০২১) বিকেলে বিজয়ীদের পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে। বিকিকিনি করার জন্য নদীর পাড় দিয়ে পসরা সাজিয়ে বসেছিল প্রায় ৫০০ শত দোকানী।
গড়গড়ি ইউনিয়নের ব্যাংগাড়ি এলাকায় জাঁকজমকপূর্ণ এমন নৌকাবাইচকে ঘিরে পুরো উপজেলা উৎসবের আমেজে মেতেছিল। বাঘা উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও অসংখ্য মানুষ এই আয়োজন দেখতে পদ্মার দুই পাড়ে ভিড় জমান। নৌকা বাইচকে ঘিরে নারী পুরুষের সমাগমে মিলন মেলায় পরিণত হয়। বিভিন্ন আকৃতির বাহারি নৌকা আর রংবেরঙের পোশাক পরে প্রতিযোগীরা নৌকাবাইচে অংশ নেন। এদিকে প্রতিযোগিতার সময় ঢাকঢোলসহ নানা বাদ্যের তালে তালে ছিল সারিগান।
শনিবার (১৬-১০-২০২১) নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাঘা-চারঘাটের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলম। এসময় প্রতিমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য দেন।
গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, সাবেক পৌর মেয়র আক্কাছ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু,অধ্যক্ষ নছিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবীর,সদস্য মাসুদ রানা তিলু, ওসি সাজ্জাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান, আয়োজক কমিটির সাধারন সম্পাদক ও ইউপি সদস্য নাসির উদ্দনি খাজা প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সভাপতি,চেয়ারম্যান রবিউল ইসলাম ও সাধারন সম্পাাদক নাসির উদ্দীন খাজা বলেন, এলাকাবাসী নৌকা বাইচকে পূর্ব ঐতিহ্য মনে করেন। প্রায় ১০০ বছর ধরে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় এ বছরও নৌকা বাইচের আয়োজন করা হয়েছে ।
No comments