Header Ads

  • সর্বশেষ খবর

    কলমা ইউপিতে ইমেজ সঙ্কটে চেয়ারম্যান স্বপন ||rajshahirdorpon24

     

    কলমা ইউপিতে ইমেজ সঙ্কটে চেয়ারম্যান স্বপন

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোরে আসন্ন ইউনিয়ন পরিষদ(ইউপি)নির্বাচনে ভোটের মাঠে কলমা ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ সভাপতি, চেয়ারম্যান ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাইনুল ইসলাম ওরফে স্বপনের চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে বলে আলোচনা রয়েছে। তৃণমুলের ভাষ্য, স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার আর্শিবাদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ইউপির উপ নির্বাচনে চেয়ারম্যান 

    নির্বাচিত হয়েছেন। অথচ বিজয়ী হবার পর পরই তিনি দলের আদর্শিক ও মুলধারার নেতাকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে এমপিবিরোধী শিবিরের সঙ্গে সখ্যতা গড়ে তোলায় তৃণমুলে তার ইমেজ সঙ্কট ও তাকে নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়ার সুত্রপাত বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।


    স্থানীয় নেতা ও কর্মী-সমর্থকদের অভিমত, স্বপনের কারণেই আওয়ামী লীগের আঁতুড় ঘর কলমা ইউপি আওয়ামী লীগে দলীয়কোন্দল ও মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে ভেঙ্গে পড়েছে দলের চেইন অব কমান্ড বিরাজ করছে হ-য-ব-র-ল পরিস্থিতি। স্থানীয়রা বলছে, এসব বিবেচনায় আসন্ন ইউপি নির্বাচনে মাইনুল ইসলাম স্বপনের বিকল্প হিসেবে তারা স্বতন্ত্র প্রার্থী খাদেমুন নবী বাবু চৌধুরীকে সমর্থন জানিয়ে ভোটের মাঠে নেমেছেন। 


    এদিকে এসব কারণে তিনি এখন নিজ ঘরেই পরবাসি, আওয়ামী লীগের আদর্শিক প্রবীণ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ সিনিয়র নেতাকর্মীরা অনেক আগেই তার সঙ্গ ত্যাগ করেছে,এখন তৃণমুলের নেতাকর্মীরাও তার ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তবে এমপি ও উপজেলা চেয়ারম্যানের মুখের দিকে চেয়ে এখানো কিছু নেতাকর্মী প্রকাশ্যে বিরোধীতা করছে না। তৃণমুলের ভাষ্য, সবকিছু মিলে তিনি এখন অনেকটা বাঁবুই ভেঁজা। এসব বিবেচনায় নির্বাচনে বিজয়ী হওয়া তো দুরের কথা আওয়ামী লীগে তার টিকে থাকা অনেকটা কঠিন হয়ে পড়েছে কর্মসুচি তো পরের কথা কোথাও বসে দু'দশজনের সঙ্গে চা পান করবেন সেই অবস্থাও নাই রাজনৈতিক ভাবে অনেকটা দেউলিয়া বলে তৃণমুলের নেতাকর্মীরা মনে করছে।


    অন্যদিকে  কলমা ইউপির আসন্ন নির্বাচনে তৃণমুলের নেতাকর্মীরা মাইনুল ইসলাম স্বপনের বিকল্প হিসেবে স্বতন্ত্র প্রার্থী খাদেমুন নবী বাবু চৌধুরীকে সমর্থন দিয়ে মাঠে নেমেছেন। এসব নেতাকর্মীরা বাবুকে বিজয়ী করতে  তার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন। এবিষয়ে জানতে চাইলে মাইনুল ইসলাম স্বপন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা এসব অপপ্রচার করছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728