Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে ‘উপায়’ এর মেগা ক্যাম্পেইন পুরাস্কার বিতরণ অনুষ্ঠিত||rajshahirdorpon24

     

    চারঘাটে ‘উপায়’ এর মেগা ক্যাম্পেইন পুরাস্কার বিতরণ অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, বাঘা:

    রাজশাহীর পুঠিয়া, চারঘাট এবং বাঘা থানার ইউসিবি ফিনটেক কোম্পানী লিঃ এর উদ্দ্যোগে প্রতিষ্ঠিত মোবাইল ব্যাংকিং সেবা ‘উপায়’ এর (জুলাই-আগষ্ট) মেগা ক্যাম্পেইন এর পুরুস্কার বিতরণ করা হয়েছে।  


    রবিবার (২৪ নভেম্বর) পুঠিয়া, চারঘাট এবং বাঘা থানার ডিস্ট্রিবিউশন হাউজ ‘মেসার্স মা টেলিকমে এই পুরুস্কার বিতরণ করা হয়।


    অনুষ্ঠানে বাবু কম্পিউটার এন্ড টেলিকম এর সত্বাধিকারী মোঃ বাবুল ইসলামকে পুরুস্কার হিসেবে একটি ‘স্যামসাং গ্যালাক্সি এমজিরো টু’ মোবাইল প্রদান করা হয়।



    উক্ত অনুষ্ঠানে উপায় এর রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ জেলার এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল হাসান রুপম এবং অত্র এলা ডিস্ট্রিবিউশন হাউজ ‘মেসার্স মা টেলিকমের সত্বাধিকারী মোঃ শরিফুল ইসলাম শরীফ, বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন এজেন্ট মালিক এবং ডিস্ট্রিবিউশন হাউজ এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।


    অনুষ্ঠান শেষে ডিস্ট্রিবিউটর এর নিজ উদ্দ্যোগে অত্র এলাকার বিভিন্ন এজেন্ট ও সাধারণ মানুষের মাঝে মিস্টি বিতরণ করা হয়।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728