Header Ads

  • সর্বশেষ খবর

    পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মীনির মায়ের জানাযা শেষে দাফন সম্পূন্ন ||rajshahirdorpon24

     

    পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মীনির মায়ের জানাযা শেষে দাফন সম্পূন্ন

    স্টাফ রিপোর্টার, বাঘা:

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির (বাঘা-চারঘাট) সহধর্মীনি আয়েশা আক্তার ডালিয়া’র মাতা, মিসেস রোকেয়া বেগমের জানাযা নামাজ শেষে রাজশাহীর হেতেম খাঁ গোরস্থানে স্বামী ও জৈষ্ঠ সন্তানের কবরের পাশে সমাহিত করা হয়েছে।


    শনিবার (২৩-১০-২০২১) সকাল ১০টায় বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা ও বাদ জোহর রাজশাহী লক্ষীপুর জামে মসজিদ প্রাাঙ্গনে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

    পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম সিরাজ জানান, শুক্রবার (২২ অক্টোবর) বেলা ৩.৪৫ মিনিটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকার গুলশানের বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি  ওয়া  ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর । 


    রোকেয়া বেগম আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের মরহুম ভোলাই হাজীর কন্যা ও রাজশাহীর লক্ষীপুর এলাকার মরহুম আরশাদ আলীর স্ত্রী। তিনি তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী  রেখে গেছেন। ব্যক্তি জীবনে  তিনি সদালাপী, পরপোকারি ও দুর দৃষ্টিসম্পূর্ণ নারী ছিলেন।


    আড়ানিতে অনুষ্ঠিত জানাজায় ¯œৃতি চারণ করে বক্তব্য রাখেন, জামাতা- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (বাঘা) এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, ফকরুল ইসলাম (চারঘাট), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা সহ আ.লীগ ও বিভিন্ন রাজনৈতিক-সামািিজক সংগঠন,মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ।  


    রোকেয়া বেগমের মৃত্যুতে  এক শোক বার্তায় শোকসমÍপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) ্এবং মন্ত্রালয় ও বিদেশস্থ বাংলাদেশের মিশনসমুহের সকল কর্মকর্তা ও কর্মচারি। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728