বাঘায় সংখ্যালঘু সম্প্রদায়ের নারিকে ধর্ষনের অভিযোগে মামলা||rajshahirdorpon24
ফাইল ফটো |
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় সংখ্যালঘু সম্প্রদায়ের শাওতাল পরিবারের এক নারিকে ধর্ষনের অভিযোগে একই গ্রামের বেলাল (৫০) নামের একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৮-১০-২০২১) রাতে ওই নারির স্বামী নুরু সর্দার বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বাঘা উপজেলার দিঘা ঠাকুরপাড়া গ্রামে।
মামলার অভিযোগে সুত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে হাঁস চরাচ্ছিলেন নুরু সর্দারের পঞ্চাশ বছর বয়োষার্ধ স্ত্রী। এসময় পারিবারিক প্রয়োজনের কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় গ্রামের শামসুলের ছেলে বেলাল। তার ডাকে সাড়া দিয়ে বেলালের বাড়িতে যায় নুরু সর্দারের স্ত্রী। সে সময় বাড়িতে কোন লোকজন ছিলনা। এই সুযোগে উত্তর দিকের শয়ন কক্ষের বারান্দায় ওই নারির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। তার চিৎকারে গ্রামের সুমন ও দুলাল ঘটনাস্থলে গিয়ে নারিকে উদ্ধার করে। এ সময় ঘটনার কথা কাউকে না বলার জন্য ভয় ভীতি দেখিয়ে চলে যায় বেলাল। ঘটনার কথা অস্বীকার করে বেলাল বলেন, প্রতিবেশি হিসেবে তাকে বাড়িতে ডেকেছিলেন মাত্র।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, নারির শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। আত্মগোপনে থাকায় অভিযুক্ত বেলালকে পাওয়া যায়নি।
No comments