বাঘায় সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় শান্তি সমাবেশ ||rajshahirdorpon24
বাঘায় সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় শান্তি সমাবেশ |
স্টাফ রিপোর্টার, বাঘা:
সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় “ধর্ম নিয়ে বিরোধ নয়, হিন্দু- মুসলিম ভাই ভাই ” এ বিষয়কে সামনে রেখে রাজশাহীর বাঘায় শান্তি সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় এই শান্তি সমাবেশ ও পদযাত্রার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এদে অংশ গ্রহন করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, প্রভাষক মুজিবুর রহমান,সাংহঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শফিকুর রহমান শফিক, রবিউল ইসলাম রবি, আজিজুল আযম, সাইফুল ইসলাম ও যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক,প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঘটনায় জড়িতেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে সা¤প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় নিজ নিজ এলাকার লোকজনদের সচেতন থাকতে হবে।
No comments