Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ফেন্সিডিল ও হেরোইনসহ আটক ৪!||rajshahirdorpon24

    বাঘায় ফেন্সিডিল ও হেরোইনসহ আটক ৪


    স্টাফ রিপোর্টার, বাঘা:

    রাজশাহীর বাঘায় ১০০ বোতল ফেন্সিডিল ও দশমিক ১০ গ্রাম হেরোইনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। শনিবার (২৩-১০-২০২১) সকালে দশমিক ১০ গ্রাম হেরোইনসহ আটক ২জন হলো-কলিগ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে রফিকুল ইসলাম ও অতিম কুমার।  বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকা থেকে তাদেও আটক করা হয়েছে। 


    শুক্রবার সন্ধ্যায় ফেন্সিডিলসহ আটককৃতরা হলো- ফরিদপুরের দক্ষিন কাপাতুলা গ্রামের আবু তালেবের ছেলে পিকআপ চালক ইব্রাহীম হোসেন ও উপজেলার পদ্মার চরাঞ্চলের পলাশী ফতেপুর গ্রামের আব্দুস সালামের ছেলে স্বপন আহম্মেদ। উপজেলার চাঁনপুরের শিমুল তলা ঘাট এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও একটি পিক আপসহ দুইজনকে আটক করা হয়েছে। নদী পথে ভারত থেকে  আনা  ফেন্সিডিলগুলো চাঁনপুর শিমুল তলারঘাট এলাকায় পিক আপে উঠাচ্ছিল। তবে ঘটনাস্থল থেকে কেশৈলে পালিয়ে গেছে আব্দুস সালাম।


    বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, আটককৃতসহ পলাতক ১জনের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728