Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘা পদ্মার চরে সাপের কামড়ে জেলের মৃত্যু! rajshahirdorpon24

     

    বাঘা পদ্মার চরে সাপের  কামড়ে  জেলের মৃত্যু! 

    স্টাফ রিপোর্টার, বাঘা:

    রাজশাহীর বাঘায় পদ্মার চরে সাপের কামড়ে সোবহান শেখ (৩৫)  এক জেলের মৃত্যু হয়েছে। রোববার(১৭-১০-২০২১) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

    সোবহান শেখ পদ্মার চকরাজাপুর ইউনিয়নের  তৌলিফ শেখের ছেলে।


    সূত্র জানায়, সোবহান শেখ গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালিদাসখালী  রাস্তার পাশে নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বিষধর সাপ কামড় দেয়। ঘটনার পর তিনি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাত ৮টার দিকে তিনি মারা যান।


    চকরাজাপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, সাপ কামড় দেওয়ার পর সোবহান চিৎকার করছিল। 


    এ সময় এলাকার লোকজন এগিয়ে এসে তার পাশে থাকা সাপটিকে ধরে মেডিকেলে নিয়ে যায়। সাপটি দেখে চিকিৎসকরা  চিকিৎসা দিয়েও তাকে বাঁচাতে পারেননি। বিষাক্ত রাসেল ভাইপার এ বছর বন্যার পানিতে ভেসে এসে পদ্মার বিভিন্ন চরে আশ্রয় নিয়েছে। বর্তমানে চরের মানুষ আতঙ্কে রয়েছে। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728