Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ‘শেখ রাসেল দিবস’পালন||rajshahirdorpon24

     

    বাঘায় ‘শেখ রাসেল দিবস’পালন

    স্টাফ রিপোর্টার, বাঘা:

    “শেখ রাসেল দিপ্ত জয়-উল্লাশ অদম্য আতœবিশ্বাস’’ প্রতিপাদ্য বিয়ষ নিয়ে বাঘায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’পালিত হয়েছে। প্রতিকৃতিতে  পুষ্পস্তবক অর্পণ, কুইজ এবং রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।


    উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে  সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অননুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মনিরুজ্জামানসহ উপজেলা দপ্তরের  মৎস্য অফিসার , প্রাথমিক শিক্ষা অফিসার  , মাধ্যমিক শিক্ষা অফিসার ও সাংবাদিক।


    সভায় নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, যে ফুলটা পুস্পটিত হওয়ার কথা ছিল, সেটি কলিতে ঝরে গেছে।  অনেক দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী খুন হওয়ার ইতিহাস রয়েছে। কিন্তু বাংলাদেশের স্থপতি ও তার পরিবারকে নির্মম ভাবে হত্যার মতো ঘটনা ঘটেনি। 


    মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’হিসেবে পালিত হবে।  সেই ধারাবাহিকতায় সোমবার (১৮ অক্টবর ২০২১ ইং)  দিনটি উৎযাপন করা হচ্ছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে পরিবারের সাথে খুনের হাত থেকে থেকে রক্ষা পাননি শেখ রাসেলও। সেই সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন রাসেল ।


    আলোচনা শেষে সকাল ১০ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢাকা থেকে সরাসরি সম্প্রচারিত ‘শেখ রাসেল দিবস’উৎযাপন ও প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে দোয়ায় শরিক হন আলোচকসহ  বিভিন্ন দপ্তরের প্রধানগন। রচনা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পূরুস্কার তুলে দেয়া-সহ উপজেলা চত্বরে একটি বৃক্ষ (তালগাছ)রোপন করা হয়।


    এছাড়াও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728