Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে সম্প্রীতি রক্ষায় মানববন্ধন ও পদযাত্রা||rajshahirdorpon24

     

    চারঘাটে সম্প্রীতি রক্ষায় মানববন্ধন ও পদযাত্রা

    মোঃজিল্লুর রহমান চারঘাট (রাজশাহী)প্রতিনিধিঃ

    কুমিল্লা ও রংপুরসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ নির্যাতনের প্রতিবাদে ও সম্প্রীতি রক্ষায় রাজশাহীর চারঘাটে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে।


    মঙ্গলবার সকালে চারঘাট চারমাথা মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে চারঘাট পদ্মা বড়াল থিয়েটার। এতে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ ফকরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র মোঃএকরামুল হক, পিএফজি রাজশাহী জেলার সমন্বয়কারী মোঃসাইফুল ইসলাম বাদশা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদর সভাপতি শ্রী ব্রজহরি দাস, পদ্মা বড়াল থিয়েটারের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি পিএফজি সদস্য শ্রী স্বপন কুমার, পদ্মা বড়াল থিয়েটারের সাধারণ সম্পাদক সাজেদুল করিম প্রমুখ।


    সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রাকে ব্যাহত করতেই ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে গুজব রটিয়ে বিভিন্ন স্থানে হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির ও ঘরবাড়িতে হামলা ও হত্যা করেছে। গুজব রটনাকারী, উস্কানিদাতা ও হামলাকারীদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বক্তারা।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728