চারঘাট উপজেলা ভায়ালক্ষীপুর ইউনিয়নে জাপা প্রার্থীর নির্বাচনী মতবিনিময়||rajshahirdorpon24
চারঘাট উপজেলা ভায়ালক্ষীপুর ইউনিয়নে জাপা প্রার্থীর নির্বাচনী মতবিনিময় |
স্টাফ রিপোর্টার, চারঘাট:
চারঘাট উপজেলা ভায়ালক্ষীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টায় পুঠিমারী স্কুল প্রঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভায়ালক্ষীপুর ইউনিয়ন আহবায়ক মোঃ আবু তালেব হোসেনের সভাপত্বিতে মোঃ আঃ মতিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রায়হান।
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, আমি যদি আপনাদের সমর্থন পাই,চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে,জনগণের সেবক হিসেবে কাজ করবো। যে কোন ভাতার জন্য কোন টাকা লাগবে না।ইউনিয়ন পরিষদকে একটি দুর্নীতি মুক্ত আধুনিক, সমৃদ্ধশালী ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে আপনাদের সহযোগিতা, দোয়া ভালোবাসা ও সমর্থন কামনা করছি। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমার সাথে থাকবেন। কোন অপশক্তি আমাদের অগ্রযাত্রা রুখতে পারবেনা।আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ বিজয়ী হবো।
এসময় আরো উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর ইউনিয়ন সদস্যসচিব মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মোঃ কুরমান আলী, যুব সংহতির ভায়ালক্ষীপুর ইউনিয়ন সভাপতি মোঃ জালাল উদ্দীন, মোঃ নজরুল ইসলাম, মোঃ আলতাব হোসেন সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
No comments