শিশুদের নিয়ে আশুলিয়ায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন ||rajshahirdorpon24
শিশুদের নিয়ে আশুলিয়ায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে সাভারের আশুলিয়া আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।সোমবার (১৮ অক্টোবর) বিকালে আশুলিয়া ইউনিয়ন এর গৌরীপুর এলাকায় নিজস্ব কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুসহ স্ব-পরিবারের স্মরণে এবং দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া ও মোনাজাত করা ।এরপর কেক কাটা ও মিলাদ আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য, আসন্ন আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজু আহমেদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্যদের সঙ্গে নিষ্পাপ শিশু রাসেলকেও ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। খুনিরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার মুছে ফেলতে চেয়েছিল।
তিনি বলেন, শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু, কিশোর, তরুণদের কাছে এক ভালোবাসার নাম। অবহেলিত, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক। দেশে শেখ রাসেল এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়নের পরিষদের আওয়ামী লীগের নেতাকর্মী প্রমূখ।
No comments