Header Ads

  • সর্বশেষ খবর

    এলাকার কবরস্থানে সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা (সাবেক কমান্ডার) আব্দুল খালেক ||rajshahirdorpon24

     

    এলাকার কবরস্থানে সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা (সাবেক কমান্ডার) আব্দুল খালেক

    স্টাফ রিপোর্টার, বাঘা:

    বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, আলহাজ¦ আব্দুল খালেক সরকার(৭২)কে এলাকার সুলতানপুর গোরস্থানে দাফন করা হয়েছে। বৃহসপতিবার (২১-১০-২০২১) বিকেল ৫টায় সুলতানপুর গোরস্থানে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধার সাথে সন্মাননা জানানো হয়।  এইদিন (বৃহসপতিবার) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা, আব্দুল খালেক সরকার  উপজেলার খানপুর গ্রামের মরহুম আবুল কাশেমের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মেঝ ছেলে রোকুজ্জামান রিন্টু রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা আ’লীগের সদস্য। 


    প্রাাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল খালেক সরকার রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন বলে জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনজারুল ইসলাম। মুক্তিযুদ্ধে  তার  অবদানের জন্য  জাতির কাছে চিরদিন স্বরণীয় হয়ে থাকবেন আব্দুল খালেক সরকার।

    জানাযা নামাজ অনুষ্ঠিত


    অনুষ্ঠিত জানাযা নামাজে, সমবেদনা ও মরহুমের রুহের শান্তি কামনা করে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলম এমপি। অন্যান্যা মধ্যে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাকিরুল ইসলাম সান্টু,যুগ্ন সাধারন সম্পাদক,বাঘা উপজেলা পরিষদেও চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান,মহানগর আ’লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক,ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আজিজুল আযম,রবিউল ইসলাম,সাইফুল ইসলাম প্রমুখ। 


    উপস্থিত ছিলেন,

    রাজনৈতিক,জনপ্রতিনিধি,শিক্ষক,সামাজিক সংগঠন ও মুক্তিযোদ্ধাসহ এলাকার ব্যক্তিবর্গ। 


    সমাবেনা জ্ঞাপন করেছেন চারঘাট-বাঘার সাবেক এমপি রায়হানুল হক রায়হান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী, আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু,অধ্যক্ষ নছিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক ওহায়িদ সাদিক কবির,সদস্য মাসুদ রানা তিলু, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস আলী সরকার, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728