বাঘায় ভ্রাম্যমান আদালতে পাঁচ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা||rajshahirdorpon24
বাঘায় ভ্রাম্যমান আদালতে পাঁচ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা |
স্টাফ রিপোর্টার, বাঘা:
বাঘায় পৌর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ৫জন ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা এ রায় প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ওজনে কম দেওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করা অপরাধে দুটি মিষ্টির দোকানে একটিতে ১০হাজার ও আর একটিতে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ্অপরদিকে কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে পন্য আমদানি, নকল প্রসাধনী সামগ্রী বিক্রী এবং মেয়াদ উত্তির্ণ প্রসাধনী বিক্রির দায়ে তিনটি কসমেটিকসের এক ব্যবসায়ীর ১০ হাজার ও অপর দুই ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সকটে পড়েন।
No comments