Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ||rajshahirdorpon24

     

    বাঘায়  কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

    স্টাফ রিপোর্টার, বাঘা:

    রাজশাহীর বাঘায় ২০২১-২২ অর্থ বছরে উচ্চ ফলনশীল সরিষা, মসুর, পেঁয়াজ, মুগ, ভুট্টা ,গম, চিনা বাদাম, খেসারি ও সূর্যমুখী উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৮-১১-২০২১) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়।


    সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের সামনে নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা এ  উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু , আ’লীগ নেতা মাসুদ রানা তিলু ও বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন-সহ অন্যান্য দপ্তরের অফিসার বৃন্দ।উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, আমরা কোন আবাদি জমি ফাঁকা রাখতে চাইনা। 


    এটা মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা। সে মোতাবেক উপজেলায় ৩ হাজার ৯৪০ জন  কৃষকের মাঝে-৯ প্রকারের বীজ ও সার বিতরণ কার্যক্রম  সোমবার থেকে শুরু করা হলো। আমার বিশ্বাস   একদিকে উপকৃত হবেন কৃষক,অপর দিকে কৃষি পন্যে সাবলম্বী হবে বাঘার  কৃষক।


    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এসব উপকরণের আওতায় গম বীজ পাবে ১৮৫০ জন, ভূট্টা-৩০০ , সরিষা-১৫০ , সূর্যমুখী-৯০, চিনাবাদাম-২৫০ , মুগ-১০০ ,মসুর-২০০, খেসারি-৯০০ এবং পেয়াজ ১০০ জন । সর্ব মোট ৩৯৪০ জন  কৃষক পাবে এ সকল বীজ ও পরিমিত সার।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728