চারঘাটে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল!||rajshahirdorpon24
ফাইল ফটো |
আব্দুল মতিন, চারঘাট:
আগামী ২৬ ডিসেম্বর রাজশাহীর চারঘাট উপজেলায় ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
চতুর্থ ধাপে এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের দিনে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত যাচাই শেষে পাঁচজনের প্রার্থিতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
বাতিল হওয়াদের একজন সরদহ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান। তাঁর জন্মতারিখ ভুল এবং তিনি পুলিশের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হওয়ায় প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।
এ ছাড়াও চারজন সাধারণ সদস্যের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এঁরা হলেন বয়স কম থাকায় সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোহাগ আলী, ব্যাংকঋণ থাকায় সরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম, বয়স কম থাকায় শলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী ও ব্যাংকঋণ থাকায় ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনিরুল ইসলাম।
যাচাই-বাছাই শেষে ছয়টি ইউপিতে চূড়ান্ত চেয়ারম্যান পদে ২৮ জন ও সংরক্ষিত আসন থেকে ৭৮ জন, সাধারণ সদস্য পদে ২৩৬ জন চূড়ান্ত প্রার্থী করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, যাঁদের প্রার্থিতা বাতিল হয়েছে তাঁরা ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। তারপর এসব প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
No comments