Header Ads

  • সর্বশেষ খবর

    সাভারে সাংবাদিকের বাসায় চুরি, স্বর্ণ-টাকা লুট!||rajshahirdorpon24

     

    সাভারে সাংবাদিকের বাসায় চুরি, স্বর্ণ-টাকা লুট


    সাভার প্রতিনিধি :

    সাভারের তারাপুরে এক সাংবাদিকের ভাড়া বাসায় চুরির ঘটনায় ৪ ভরি স্বর্ণ ও ৬২ হাজার টাকা খোয়া গেছে। 


    ও ঘটনায় মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিকের ভাই সাকিব হাসান। 


    এর আগে সন্ধ্যার দিকে পৌরসভার তারাপুর এলাকায় এ ঘটনা ঘটে। 


    ভুক্তভোগী সাংবাদিকের নাম মো: শান্ত খান। তিনি দৈনিক স্বাধীন বাংলা নামে একটি পত্রিকার সাভার প্রতিনিধি। 


    ভুক্তভোগী সাংবাদিক মোঃ শান্ত খান বলেন, 'বিকেলের দিকে পেশাগত কারণে বাইরে চলে যাই। সন্ধ্যা ৭টার দিকে ফিরে আসি। এসেই দেখতে পাই আমার ঘরের তালা খোলা ও সবকিছু ছড়ানো ছিটানো। আশপাশের লোকজনের কাছে শুনতে পাই সন্ধ্যা ৭টার দিকেও তারা ঘর তালাবদ্ধ দেখেছেন। পরে ৯৯৯ এ কল দেই। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। রাতের দিকে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করি।'


    তিনি বলেন, আমার ঘর থেকে ৬২ হাজার টাকা, বিভিন্ন ঘরের জিনিসপত্র, ইলেকট্রনিকস পণ্য ও ৪ ভরি স্বর্ণ নিয়ে যাওয়া হয়েছে। 


    এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728