বাঘায় নির্বাচনী মতবিনিময় সভায় নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস||rajshahirdorpon24
বাঘায় নির্বাচনী মতবিনিময় সভায় নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস |
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের অনুষ্ঠিতব্য নির্বাচন নিরপেক্ষ হবে, কোন অনিয়ম হবেনা বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। নিরপেক্ষ নির্বাচন করতেই ব্যালট পেপার ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। নির্বাচনী আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যেকালে এসব কথা বলেছেন জেলা প্রশাসক আবদুল জলিল। বক্তব্যকালে দালাল থেকে সাবধান থাকার আহŸান জানিয়ে প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান,সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারন সদস্য প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসনকে ম্যানেজ করার কথা বলে তারা অর্থ হাতিয়ে নিতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যকালে রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় মাঠে থাকবে এবং প্রার্থীদের সহায়তা করবে। নিজ নিজ এলাকায় নিশ্চিন্তে প্রচার প্রচারনা করবেন। কেউ বাধা দিলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা সিনিয়র নির্বাচন অফিসার সাইফুল ইসলাম।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুজিবুল আলম।
এদিকে মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থীরা সরকার দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া, লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচারনায় বাঁধা দেওয়াসহ নির্বাচনী ক্যাম্প খুলতে না দেওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেন।
চকরাজাপুর ইউনিয়নের (আ’লীগের বহিস্কৃত)স্বতন্ত্র প্রার্থী আজিজুল আযম (আনারস) আড়ানী ইউনিয়নের বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন (আনারস) বাউসা ইউনিয়নের বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন পলাশ (আনারস)সহ এই ইউনিয়নের (বাউসা) (আ’লীগের বহিস্কৃত)অপর এক স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ তুফানের (মোটরসাইকেল) স্ত্রী রোজিনা আক্তারী পলি দিনের বেলায় বাড়ি ও পাশের এক বাড়িতে বোমা সদৃশ্য হামলার অভিযোগ তুলেন। তারা দাবি করেছেন,অভিযোগ করেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
তাদের অভিযোগ ভিক্তিহীন দাবি করে চকরাজাপুর ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী ডিএম বাবুল মনোয়ার, বাউসা ইউনিয়নের নৌকার প্রার্থী শফিকুর রহমান শফিক,আড়ানি ইউনিয়নের নৌকার প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, নিজেদের মধ্যে দ্ব›েদ্বর কারনে মাঠে কাজ করতে না পেরে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তারাও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে হুমকি দেওয়ার পাল্টা অভিযোগ তুলেন। সকলের কথা শুনে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দেওয়া হয়।
সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান, বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন, ওসি তদন্ত রফিকুল ইসলামসহ ৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারন সদস্য পদের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে আড়ানী, চকরাজাপুর ও বাউসা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
No comments