জমে ওঠেছে নির্বাচনের প্রচার প্রচারণা আড়ানী ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কাজল ইসলাম||rajshahirdorpon24
জমে ওঠেছে নির্বাচনের প্রচার প্রচারণা আড়ানী ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কাজল ইসলাম |
স্টাফ রিপোর্টার,বাঘা :
আগামী ২৬শে ডিসেম্বর বাঘা উপজেলার তিনটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রতীক বরাদ্দ প্রার্থী কাজল ইসলাম ঝাঁপিয়ে পড়ছে নির্বাচনের মাঠে সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। তারা ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ানসহ ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। মাঠে-ঘাটে হাটে বাজারে চায়ের দোকান বাড়িতে বাড়ি গিয়ে নিজ প্রতীকের সাথে পরিচয় করিয়ে ভোট প্রার্থনায় উঠেছে আড়ানী ইউপি নির্বাচনে আড়ানী ৫নং ওয়ার্ডের মেম্বার পার্থী কাজল ইসলাম ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে প্রচারনায় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনার বেধে দেওয়া সময়ের আগে যেগাযোগ রক্ষা করছেন। মাঠে-ঘাটে হাটে বাজারে চায়ের দোকান বাড়িতে বাড়ি গিয়ে নিজ প্রতীকের সাথে পরিচয় করিয়ে ভোট প্রার্থনায় মেম্বার প্রার্থী কাজল ইসলাম কে টিউবওয়েল মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়ন ও জনসেবা করার সুযোগ দিন।
এলাকার গণসংযোগের পাশাপাশি নারী ভোটারদের নিয়ে আড়ানী ইউনিয়নের পাড়ায় অত্র ৫নং ওয়ার্ডে গ্রামে ঘুরে ভোট প্রার্থনা করেন। পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের নিকট তার টিউবওয়েল মার্কা প্রতিকে ভোট প্রার্থনা করেন।
মেম্বার প্রার্থী কাজল ইসলাম বলেন, আপনাদের সমর্থন থাকলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। তিনি বলেন,আমি ভোটে নির্বাচিত হতে পারলে অত্র ওয়ার্ডকে ডিজিটাল ও একটি উন্নয়নশীল ওয়ার্ড হিসেবে উপহার দিবো। আমার ওয়ার্ডের ভোটার সংখ্যা ৮০০ এবার আমি বিপুল ভোটে জয়ী হবো।
No comments