Header Ads

  • সর্বশেষ খবর

    তানোরের প্রকাশনগর ডিপ অপারেটরের দৌরাত্ম্য !||rajshahirdorpon24

     

    তানোরের প্রকাশনগর ডিপ অপারেটরের দৌরাত্ম্য 

    তানোর(রাজশাহী)প্রতিনিধি:

    রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামে  বিএমডিএর একটি গভীর নলকুপ অপারেটরের দৌরাত্ম্য কৃষকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। এদিকে কৃষকের মতামতের ভিত্তিতে নতুন অপারেটর নিয়োগ করা হলেও পুরাতন অপারেটর দায়িত্ব ছাড়ছে না। এ ঘটনায় কৃষকদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে, বিরাজ করছে বিস্ফোরণমুখ পরিস্থিতি।


    স্থানীযরা জানান, উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ৮৭ নম্বর প্রকাশনগর মৌজায় ১৯০ নম্বর দাগে বিএমডিএর গভীর নলকুপ রয়েছে। তানোর আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানীর ভাই শফিকুল ইসলাম ওই গভীর নলকুপের অপারেটর। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অজুহাতে সেচচার্জ আদায়ের নামে অতিরিক্ত টাকা আদায়, জমির ফসল কেটে নেয়া, ড্রেন মেরামত, লাইনম্যান, ট্রান্সফরমার মেরামত-ভোল্টেজ বাড়ানো, নৈশপ্রহরী, অফিস খরচ ও সিরিয়াল ইত্যাদি অজুহাতে কৃষকের কাছে থেকে জোরপুর্বক টাকা আদায় করছে। এছাড়াও গভীর নলকুপের আয় ব্যয়ের কোনো হিসাব তিনি কাউকে দেন না বলে কৃষকেরা অভিযোগ করেছে। ক্ষমতাসীন  দলের নাম ভাঙিয়ে এসব অপকর্ম করায় দলের ভাবমুর্তিও ক্ষুন্ন হচ্ছে। 


    স্থানীয় কৃষক স্যামাজান (৪৫), রয়েল (২৯) ও মনিরুল (৪০) অভিযোগ করে বলেন, এই ডিপে বিএমডিএ যে খাবার পানি সরবরাহ প্রকল্প চালু করেছে, সেখানে প্রতিটি ট্যাপ কলের নতুন লাইন নিজের টাকায় সম্পূর্ণ করার পরও অপারেটরকে চাহিদামত টাকা ঘুষ না দিলে দেওয়া হয় না পানির লাইন। প্রকাশনগর গ্রামের জাকারিয়া মাহমুদ উজ্জ্বলের মসুর ডালের খেত তাকে না জানিয়ে জোরপূর্বক ট্রাক্টর দিয়ে হাল চাষ করে আলুর প্রোজেক্টে দেয়া হয়েছে। তারা বলেন, অবৈধ অপারেটর শফিকুল তাঁর নিজেদের জমিতে বোরো ধান চাষাবাদ করে এবং গরীব কৃষকের জমিতে বোরো ধান চাষাবাদের কোন সুযোগ দেয়া হয় না।


    কৃষক রয়েল বলেন, যারা শত বছরের রাজনৈতিক পরিবার ও তিনপ্রজন্মের জনপ্রতিনিধি দাবি করে পরিবারের এক ভাই এমপি, আরেক ভাই উপজেলা চেয়ারম্যান, অপর ভাই মেয়র কেউ প্রেসিডিয়াম সদস্য হবার খোয়াব দেখে কখানো দানবীর, কখানো দাতা হাতেম তাই বলে প্রচার করে। তাদের এই নমুনা ডিপের অপারেটর হয়ে সাধারণ কৃষকদের জিম্মি করে নানা অজুহাতে চাঁদাবাজী। 


    এবিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা এসব মিথ্যাচার করছে। এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী বলেন, অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728