তানোর উপজেলা চেয়ারম্যানের শীতবস্ত্র বিতরণ||rajshahirdorpon24
তানোর উপজেলা চেয়ারম্যানের শীতবস্ত্র বিতরণ |
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া হাফেজিয়া মাদ্রাসায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। জানা গেছে, ২৬ ডিসেম্বর রোববার স্থানীয় সাংসদ
আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, কাউন্সিলর লিয়াকত আলী, মৎস্যজীবী নেতা ইদ্রিস আলী ও আমজাদ হোসেনপ্রমুখ।
এদিকে একই দিন এর আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত ইউনিক আই,ডি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যদিকে একই দিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সমন্বিত পানি সম্পদ ব্যবস্হাপনা বাস্তবায়নে বাংলাদেশ পানি বিধিমালা.(PRA) এর খসড়া রিপোর্টের উপর আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক ও (অতিঃ) সচিব দেলওয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার প্রমুখ।
No comments