জমে ওঠেছে নির্বাচনের প্রচার প্রচারণা বাউসা ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল কালাম আজাদের||rajshahirdorpon24
জমে ওঠেছে নির্বাচনের প্রচার প্রচারণা বাউসা ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল কালাম আজাদের |
স্টাফ রিপোর্টার, বাঘা:
আগামী ২৬শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন ভোট প্রার্থী সাবেক মেম্বার,আবুল কালাম আজাদ।
তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।বাউসা ইউনিয়নের ২নং ওয়ার্ডে হাটে-ঘাটে, চায়ের স্টলে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। মেম্বার প্রার্থী রাত দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। গ্রামের অলিগলিতে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছড়াছড়ি। সব মিলিয়ে জমে উঠেছে প্রচারণা।
বাউসা ২নং ওয়ার্ডে সোমবার (২০-১২-২০২১) বিকেলে অত্র ওয়ার্ডের গ্রামে গ্রামে ঘুরে ভোট প্রার্থনা করেন তিনি।
এ সময় ভোটারদের নিকট তার মোরগ মার্কায় প্রতিকে ভোট প্রার্থনা করেন। ভোট প্রার্থনা কালে মেম্বার প্রার্থী আবুল কালাম আজাদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনার মূলবান ভোট দিয়ে জনসেবার সুযোগ দিন। আপনাদের ভালবাসায় আমি একবার মেম্বার হয়েছিলাম। এবারও আপনাদের সমর্থনে ভোটের মাধ্যমে আমাকে বিপুল ভোটে নির্বাচিত
করবেন। এটা আমার বিশ্বাস।
তিনি বলেন,আমি ভোটে নির্বাচিত হতে পারলে অত্র ওয়ার্ডকে ডিজিটাল ও একটি উন্নয়নশীল ওয়ার্ড হিসেবে উপহার দিবো। আমার ২নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৩০৪ এবারও আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাল্লাহ।
No comments