Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জনের মনোনয়ন প্রত্যাহার!||rajshahirdorpon24

     

    চারঘাটে ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জনের মনোনয়ন প্রত্যাহার

    আব্দুল মতিন, চারঘাট:

    রাজশাহীর চারঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনসহ ২১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত তাঁরা আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন।


    এর আগে ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাইবাছাইয়ের পর ২৮ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। 


    উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউপিতে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী বুলবুল ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

    নিমপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী ও জেলা যুবলীগের নেতা কামাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।


    শলুয়া ইউপিতে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নয়ন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 


    ইউসুফপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব করিম জুয়েল তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ ছাড়া বাকি দুই ইউনিয়ন সরদহ ও চারঘাট সদরে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। 


    এদিকে ছয় ইউপিতে সাধারণ সদস্য পদে ২৩৬ জনের মনোনয়ন বৈধতা পেলেও শেষ দিনে ১৪ জন তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত সদস্য পদে একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ ছাড়া ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য পদে আবু বক্কর সিদ্দীক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। 


    উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। চারঘাট উপজেলার ছয় ইউনিয়নে ভোট গ্রহণ হবে ২৬ ডিসেম্বর।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728