বাঘায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন ||rajshahirdorpon24
বাঘায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন |
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, দিবসের সূচনালগ্নে উপজেলা পরিষদ, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৫০ বার তোপধ্বনি, সকাল ৬টা ৪৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উ্েত্তালন,৯টায় পুলিশ আনসার -ভিডিপি ও রোভার স্কাউটস, কাব, গার্লস গাইড, বিভিন্ন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন,১১টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান, সুবিধামত সময়ে হাসপাতাল,এতিম খানা ও শিশু সদন কেন্দ্র সমূহে উন্নত মানের খাবার পরিবেশন ছাড়াও জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আতœার শান্তি কামনা কওে মসজিদ,মন্দির,গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা।
বিকেল ৪টায় মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ অনুষ্ঠানের সাথে সাথে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারি,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নের্তৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ,ছাত্র-ছাত্রী ও সকল সুধীবৃন্দের সমন্বয়ে শপথ গ্রহন অনুষ্ঠান। সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ।
প্রথমে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে পুষ্পস্তবক অর্পন করেন,উপজেলা প্রশাসন ,উপজেলা পরিষদ, মুক্তিযেদ্ধা সংসদ,বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা উপজেলা কমিটি, বাঘা থানা পুলিশ, বাঘা ও আড়ানী পৌরসভা, পৌর আওযামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঘা প্রেস ক্লাব, যুবলীগ. ছাত্রলীগসহ আ’লীগের অঙ্গ সংগঠন, অন্যান্য রাজনৈতিকদল, শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন,নাটোর পল্লী বিদুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিসসহ পেশাজীবি সংগঠন।
এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু,অধ্যক্ষ নছিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবীরসহ দলীয় নের্তৃবৃন্দ।
পৃথকভাবে উপজেলা পরিষদ, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা ও পৌর বিএনপির নের্তৃবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহŸায়ক ফকরুল ইসলাম বাবুল,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক তফিকুল ইসলামসহ নেতা-কর্মী।
বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উ্েত্তালন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। কুচকাওয়াজ দলের অভিবাদন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, আয়োজিত অনুষ্ঠানের সভাপতি,উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা,অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন।
শারীরিক কসরত প্রদর্শনে অংশগ্রহন করেন, শাহদৌলা সরকারি কলেজসহ উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অপরদিকে পৃথক অনুষ্ঠানে শাহদৌলা সরকারি কলেজে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৮টায় কলেজ চত্বরে অবস্থিত শহীদ মিনার ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনকরা হয়। সকাল সাড়ে ৮টায় জাতির শান্তি অগ্রগতি কামনা এবং মুক্তিযুদ্ধের শহীদদের আতœার শান্তি কামনা করে দোয়া মাহফিলসহ সকাল ১০ টায় ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মজিদসহ শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার আগে শারীরিক কসরত প্রদর্শনকারিদের পুরুস্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান,সহকারি কমিশনার (ভ’মি) মোঃ মনিরুজ্জামানসহ উপজেলা পরিষদের দপ্তর প্রধান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ দলীয় নের্তৃবৃন্দ,বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক,প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু,আড়ানি পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র কার্তিক হালদার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মেরাজ সরকারসহ জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রধানসহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।
No comments