বাঘায় দুঃস্থদের কম্বল দিলো ‘এশিয়ান টেলিভিশন’
বাঘায় দুঃস্থদের কম্বল দিলো ‘এশিয়ান টেলিভিশন’ |
স্টাফ রিপোর্টার, বাঘা:
৯ বছর পেরিয়ে ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে এশিয়ান টেলিভিশন অসহায় ও দুস্থদের শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে বাঘা উপজেলা পরিষদের সামনে এশিয়ান টেলিভিশন এর পক্ষ থেকে এক শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার (রাজশাহী) আখতার রহমানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ লায়েব উদ্দীন লাভলু সুবিধা-বঞ্চিত পথশিশু ও অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন । উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক, সমাজ সেবক কামাল হোসেন, আলহাজ¦ আব্দুল মুনিম,এশিয়ান টেলিভিশন রাজশাহী জেলা প্রতিনিধি সোহাগ হোসেন, পবা রাজশাহী প্রতিনিধি বারুল আলম শান্ত প্রমুখ।
এই শীতে কম্বল পেয়ে ৮০ বছরের বৃদ্ধ আলীম উদ্দীন, প্রতিবন্ধী মানিক উদ্দীন (৪০) হাসিতে তাদের অনভূতি ব্যক্ত করে বলেন, যারা কম্বল দিছে, আল্লাহ তাদেও দানের হাত যেন বাড়িয়ে দেন। তাদেও মকো আনন্দের কথা প্রকাশ করেছেন বিবি সুভা বেগম (৭৫), আকলিমা বেগম(৬৫), মর্জিনা বেগম (৫৫), ছোট্ট শিশু সায়মা (০৭), সাকিল, মিজানুর রহমান আরো অনেকে।
No comments