Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় মোটরসাইকেল চোরকে পিটিয়ে পুলিশে দিল জনতা !||rajshahirdorpon24

    বাঘায় মোটরসাইকেল চোরকে পিটিয়ে পুলিশে দিল জনতা


    স্টাফ রিপোর্টার, বাঘা:

    বাঘায় মোটরসাইকেল চুরির অভিযোগে মুশিদুল হোসেন (২৫) নামের একজনকে মারধর করে বাজারের এক দোকানের বারান্দার খুটির সাথে বেঁধে রাখে জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নেয়। পৃলিশ জানায়, মোটরসাইকেল মালিকের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মুশিদুল হোসেন  বাঘার উপজেলার পার্শ্ববর্তী চারঘাট উপজেলার নন্দনগাছির পুরাভিটা গ্রামের আলেফ হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৬ জানুয়ারী) হাটবারেরদিন বাঘা বাজারে ঘটনা ঘটে।


    সূত্রে জানা  গেছে, মোটরসাইকেলের মালিক আমিরুল ইসলাম উপজেলার চক ছাতরী গ্রামের মৃত আবদুল জলিল মোল্লার ছেলে। তার পাøটিনা ১০০ সিসি মোটরসাইলটি বাঘা বাজারের মাছ-মাংস হাটায় যাওয়ার গলিতে রেখে সবজি বাজার করছিল। এ সময় মোটরসাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল মুশিদুল হোসেন। 


    এ সময় বাজারের প্রধান সড়কে যানজোটে আটকে পড়ে মুশিদুল হোসেন। বাজার সেরে মোটরসাইকেল রেখে যাওয়ার স্থানে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে প্রধান সড়কে চলে যান মালিক আমিরুল ইসলাম। ওই সময় জনতার সহযোগিতায় তাকে আটকের পর বাঘা বাজারের এক দোকানের বারান্দার খুটির সাথে বেঁধে বেধম মারপিট করা হয় মুশিদুল হোসেনকে।  পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

    মোটরসাইলের মালিক আমিরুল ইসলাম বলেন, পুলিশের কাছে দেওয়ার আগে হাতে নাতে ধরে সাধারণ জনতা একটি দোকানের খুটির সাথে রশি দিয়ে বেধে দুই/চারটি চড় থাপ্পড় মেরেছে।  


    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাজ্জাদ হোসেন বলেন, মোটরসাইকেলের মালিক আমিরুল ইসলাম বাদি হয়ে মুশিদুল হোসেনের বিরুদ্ধে একটি চুরি মামলা করেছেন। সে একজন পেশাদার চোর বলে জানান ওসি। তিনি জানান, তাঁর নামে চারঘাট, পুঠিয়া, বাঘা থানায় একাধিক মামলা রয়েছে ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728