বাঘায় এতিম-বৃদ্ধদের খাওয়ালেন. মুঞ্জু হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক||rajshahirdorpon24
বাঘায় এতিম-বৃদ্ধদের খাওয়ালেন. মুঞ্জু হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক |
স্টাফ রিপোর্টার, বাঘা:
বাঘায়,‘সরেরহাট কল্যাণী শিশু সদন’র এতিম-বৃদ্ধদের খাবার আয়োজন করে, তাদের সাথে নিজে ও সহধর্মিনীসহ কর্মকর্তা কর্মচারী সাথে নিয়ে খেলেন মুঞ্জু হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মিঠুন কুমার।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে তিনি ‘সরেরহাট কল্যাণী শিশু সদনে’ এই আয়োজন করেন। ‘সরেরহাট কল্যাণী শিশু সদনের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ সামশুদ্দীন দম্পতি উপস্থিত ছিলেন। প্রতিক্রিয়া ব্যক্ত করে ডাঃ সামশুদ্দীন বলেন, এতিম-বৃদ্ধদের জন্য এ আয়োজন আমাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছে। এর আগেও যারা এইখানে এ ধরনের আয়োজন করে একসাথে খেয়েছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।
No comments