চারঘাটের ৩০ পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঘর ||rajshahirdorpon24
চারঘাটের ৩০ পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঘর |
নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
‘মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না’ এ স্লোগানকে সামনে রেখে ভূমি ও গৃহহীনদের জন্য চারঘাট উপজেলায় ৩০টি গৃহ বরাদ্দের কাজ এগিয়ে চলেছে। ইতিমধ্যে ঘরের নির্মাণ কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে ২০২১-২২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প- ২ এর তৃতীয় পর্যায়ে উপজেলার ৩০ জন ভূমি ও গৃহহীন পরিবার ঘর পাবে। প্রতিটি ঘরে ব্যয় হবে ২ লাখ ৪০ হাজার টাকা।
এর আগে প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ৭১ হাজার টাকা। ৩০টি ঘর নির্মাণে মোট ব্যায় হবে ৭২ লাখ টাকা। সবগুলো ঘর উপজেলার শলুয়া ইউনিয়নের হলিদাগাছী এলাকায় নির্মাণ হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ বলেন, প্রথম পর্যায়ে ১৫ টি ও দ্বিতীয় পর্যায়ে ১০ টি গৃহহীন পরিবার দুই শতাংশ জমির মালিকানাসহ ঘর পেয়েছিল। এবার পাবে ৩০টি পরিবার। দ্রুত গতিতে ঘর নির্মাণকাজ চলছে। মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘর গুলো গৃহহীনদের উপহার দেবেন। আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, ভূমিহীন ও গৃহহীনরা আর রোদে পুড়বে না, বৃষ্টিতে ভিজবে না।
অন্যের বাড়ির বারান্দায় থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান ভূমিহীন ও গৃহহীনদের নিজস্ব ঠিকানা হোক। এজন্য মুজিব শতবর্ষ উপলক্ষে জমির মালিকানাসহ ঘরের ব্যবস্থা করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘরের নির্মাণকাজ নিয়মিত তদারকি করা হচ্ছে।
No comments