Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় অজ্ঞাত পরিচয়ে এক নারির মরদেহ উদ্ধার!||rajshahirdorpon24

    বাঘায় অজ্ঞাত পরিচয়ে এক নারির মরদেহ উদ্ধার


    স্টাফ রিপোর্টার, বাঘা:

    রাজশাহীর বাঘায় অজ্ঞাত পরিচয়ে এক নারির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯-১-২০২২) বিকেল পৌণে ৫টায় তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মেহেনাজ নাসরিন জানান,ওই নারিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। উপজেলার হরিরামপুর গ্রামের মনিরুল ইসলাম নামের একজন ভ্যান চালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। তার বয়স হবে আনুমানিক ৬৫ বছর। ভ্যান চালকের তথ্য মতে,ওই নারি উপজেলার মনিগ্রাম বাজারের পশ্চিমে পড়ে ছিল।   হুলুদ রঙের পরিধেয় শাড়ির সাথে গায়ে চাদর ছিল। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নারির পরিচয় মেলেনি। তার শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি বলে জানান এই চিকিৎসক।  বিষয়টি থানায় অবগত করেছেন।


    বাঘা থানার উপরিদর্শক (এসআই) প্রজ্ঞাময় মন্ডল বলেন, বিষয়টি জানার পর পরিদর্শক (তদন্ত) ও একজন এসআই  স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়েছেন। এস আই মেহেদী হাসান জানান,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728