বাড়ির বাইরে ছিলেন পরিবার,ফ্যানে ফাঁস দিয়ে ঝুলছিল অনার্স পড়ুয়া ছাত্র!||rajshahirdorpon24
ফাইল ফটো |
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় শয়ন কক্ষের ফ্যানে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল অর্নাস পড়–য়া ছাত্র প্রান্ত চন্দ্র (২২)। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। শনিবার (৮ জানুয়ারী) সকালের দিকে এই ঘটনা ঘটে। এ সময় কাজের প্রয়োজনে বাড়ি বাইরে ছিল পরিবারের লোকজন। প্রান্ত চন্দ্র উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জতজয়রাম গ্রামের ষষ্টী চন্দ্রের ছেলে। সে বাঘা সদরে অবস্থিত শাহদৌলা সরকারি কলেজের প্রানিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। প্রেম ঘটিত কারনে সে আতœহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে পরিবারের সদস্য ছাড়াও পাশের বাড়ির লোকজনের সাথেও কোন কোন কথা বলতো না প্রান্ত । ঘঁনার দিন বৃহস্পতিবার বাড়ির বাইরে সাংসারিক কাজ করছিল পরিবারের লোকজন । এই সুযোগে তার নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আতœহত্যা করে। পুলিশকে খবর দেওয়ার পর,পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাহ করার অনুমতি দেওয়া হয়েছে।
No comments