Header Ads

  • সর্বশেষ খবর

    সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সন্মাননা ক্রেষ্ট ও সনদ পেলেন বাঘার সাংবাদিক লতিফ মিঞা||rajshahirdorpon24

     

    সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সন্মাননা ক্রেষ্ট ও সনদ পেলেন বাঘার সাংবাদিক লতিফ মিঞা


    স্টাফ রিপোর্টার, বাঘা:

     দৈনিক সমকাল ও দৈনিক বার্তা পত্রিকার বাঘা (রাজশাহী) প্রতিনিধি ও বাঘা প্রেসক্লাব'র  সভাপতি আব্দুল লতিফ মিঞা সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক বিশেষ সন্মাননায় সংবর্ধিত হয়েছেন। ১৪ জানুয়ারি (শুক্রবার) বিকেল পাঁচটায় ঢাকা কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনের হলরুমে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।


    সুত্রে জানা যায়, বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি আবু তারিক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি  নিজামুল হক নাসিম। অন‍্যান‍্যর মধ‍্যে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মানবাধিকার ব‍্যাক্তিত্ব আর কে রিপন। প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম ফারুক চেয়ারম্যান শ্রম আপীল ট্রাইব্যুনাল ও স্মৃতিচারণে ছিলেন  বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর সুযোগ্য সন্তান

    সৈয়দ মারগুব মোর্শেদ সাবেক তথ্য সচিব ও চেয়ারম্যান বিটিআরসি। 


    এ সময়  উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ, আইন শাসনের প্রতিষ্ঠাতা, মানাবাধিকার আন্দোলনের রূপকার ও প্রথম বাঙালি মুসলিম প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর জীবদ্দশাই বিভিন্ন মানব উন্নয়ন মুলক কর্মকান্ডের স্মৃতি চারন করে বক্তব্য পেশ করেন। এ সময়   অনুষ্ঠানের প্রধান অতিথিসহ উপস্থিত ব‍্যাক্তিবর্গ  বিশেষ  সন্মাননা ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।  সাংবাদিকতায়,সমাজ সেবায় ও শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ  তিনি  এ সন্মাননায় সংবর্ধিত হন। এ সময় বিশেষ ক‍্যাটাগরিতে  প্রায় পঞ্চাশ জনকে সন্মাননা  ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। 


    প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক লতিফ মিঞার পদকপ্রাপ্তিতে অনুভূতি ব‍্যক্ত করতে গিয়ে প্রেসক্লাবের সদস্য গণমাধ্যম ও মানবাধিকার কর্মী শাহানুর আলম বাবু বলেন, তাঁর এ সন্মাননায় আমরা গর্বিত। ন‍্যায় নিষ্ঠার সঙ্গে  বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অবদানে স্বীকৃতিস্বরূপ ইতপূর্বে  তিনি নেলসন ম্যান্ডেলা রিসার্চ কাউন্সিল অব বাংলাদেশ ও শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন  থেকে সন্মাননা পদক পেয়েছেন। বস্তু নিষ্ঠ সাংবাদিকতায় নবিনদের জন‍্য তিনি অনুপ্রেরনা।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728