বাঘায় নিখোঁজের ১৪ মাস পর ছাত্রী উদ্ধার!||rajshahirdorpon24
বাঘায় নিখোঁজের ১৪ মাস পর ছাত্রী উদ্ধার |
স্টাফ রিপোর্টার, বাঘা:
বাঘায় নিখোঁজের ১৪ মাস পর এসএসসি পাশ এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ জানুয়ারি) তাকে উদ্ধার করে সন্ধ্যায় থানায় আনা হয়। রাত সাড়ে ৬টায় তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ২০২০ সালের ৫ডিসেম্বর ওই স্কুলছাত্রী কাউকে না বলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। সে একজন বাক প্রতিবন্ধী। তার বাড়ি বাঘা উপজেলার চানপুর-ব্যাঙগাড়ি গ্রামে। সে ওই গ্রামের আব্দুর হান্নানের কণ্যা। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বাঘা থানায় জিডি করেন। এর পর থেকে বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়া হয়। সর্বশেষ মোবাইল নম্বর ট্যাকিং করে তাকে উদ্ধার করা হয়েছে।
উপপরিদর্শক (এসআই) জানান, শনিবার দিবাগত রাতে (১৫ জানুয়ারি) রাজধানী ঢাকার মীরপুর এলাকার পানির পাম্পের পশ্চিমে সেওপাড়া ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এক ছেলের সাথে পরিচয়ের পর থেকে ওই ভাড়া বাড়িতে একাই থাকতো। তবে ওই ছেলেকে পাওয়া যায়নি।
রোববার রাত সাড়ে ৬টায় ছাত্রীকে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এস আই মাহফুজুর রহমান। তার পিতা জানান,স্থানীয় দাদপুর-সরেরহাট উচ্চ বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পাশ করে। পরে জোতরাঘর বিএম কলেজে ভর্তি করা হয়।
No comments