Header Ads

  • সর্বশেষ খবর

    মান্দার মহানগর বিলে ভুমিগ্রাসীদের হামলায় আহত ৪ !||rajshahirdorpon24

     

    মান্দার মহানগর বিলে ভুমিগ্রাসীদের হামলায় আহত ৪ 

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দা উপজেলায় বিলের জমি জবর দখলকে কেন্দ্র করে ভুমিগ্রাসী দানেশ ও মোবারক বাহিনীর হামলায় চারজন আহত হয়েছে। এ ঘটনায় পাকুড়িয়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র আতাউর ইসলাম বাদি হয়ে দানেশ ও মোবারকসহ ১০ জনের নাম উল্লেখ ও প্রায় ৪০ জন অজ্ঞাতনামা আসামি করে মান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।


    স্থানীয়রা জানান, উপজেলার এক নম্বর ভারশোঁ ইউনিয়নের (ইউপি) মহানগরগ্রাম সংলগ্ন বিলে প্রায় ২০০ বিঘা খাস জমি রয়েছে, কিন্ত্ত জমির শ্রেণী জলকর তাই পত্তন দেওয়া হয় না।শুস্ক মৌসুমে এসব জমি জেগে উঠলেও বর্ষা মৌসুমে ডুবে যায়, জেগে উঠা জমিতে বছরে একটি মাত্র ফসল হয়। ফলে বিল পাড়ের ভুমিহীনরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে  এসব জমিতে ৬ মাস চাষাবাদ ও ৬ মাস মাছ আহরণ করে জীবীকা নির্বাহ করে আসছে। 


    প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৯ জানুয়ারী রোববার বিকেলে দানেশ ও মোবারক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আতাউর ইসলামের জমিতে হালচাষ করে। এ খবর পেয়ে আতাউর জমিতে গিয়ে হালচাষ বন্ধ করতে বলে এতে ক্ষিপ্ত হয়ে দানেশের লোকজন আতাউরকে মারপিট করে। তারা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করেন। প্রত্যক্ষদর্শী সুত্রের ভাষ্য,গত ১৪ জানুয়ারী শুক্রবার আতাউর ইসলাম জমি চাষ করতে গেলে ফের দানেশ ও মোবারক বাহিনী বাধা দিয়ে বলেন, এসব জমিতে চাষাবাদ করতে হলে তাদের এককালিন ৬০ হাজার টাকা দিতে হবে। কিন্ত্ত আতাউর টাকা দিতে অপারগতা জানিয়ে জমিতে নামেন, এ সময় দানেশ ও মোবারক বাহিনী তাদের ওপর হামলা করে এতে চারজন আহত হয়। 


    আহতরা হলেন, ভারশোঁ দক্ষিণপাড়ার মিনুর ছেলে সিরাজ উদ্দিন (৫০), মহানগর গ্রামের দিলবর রহমানের ছেলে উজ্জল (৪৫), একই এলাকার মেজিশেন এবং একজনের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওইদিনই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তবে এদের মধ্যে সিরাজ উদ্দিন এবং উজ্জলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে। 


    এদিকে এলাকাবাসী দানেশ ও মোবারক বাহিনীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেম কামনা করেছেন। এবিষয়ে দানেশ ও মোবারক অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষরাই তাদের লোকজনকে মারপিট করেছে।

    এব্যাপারে মান্দার থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তিনি বলেন, অভিযোগ তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। 


    এবিষয়ে ভারশো ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, পাকুড়িয়া গ্রামের বিএনপি ও আওয়ামী লীগ

    বিরোধী কিছু ভুমিগ্রাসী গরীবের ছোট ছোট জমি দখল করেছে, ওরা বেশি লোক তাই ওদের সঙ্গে কেউ পারে না। তিনি বলেন, এবার নৌকার পক্ষে যারা ছিলো  তাদেরকে জমি থেকে তুলে দিয়ে মারপিট করে গুরুতর আহত করেছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728