Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া কম্বল পেলো শীতার্তরা ||rajshahirdorpon24

    বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া কম্বল পেলো শীতার্তরা


    স্টাফ রিপোর্টার, বাঘা:

    রাজশাহীর বাঘায় দুই শতাধিক শীতার্ত দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী) আড়ানী ইউনিয়নের ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়-২ মাঠে আড়ানী  ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হকের সার্বিক তত্বাবধায়নে ওই কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়।


    এনামুল হক জানান,কম্বলগুলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র দেওয়া। এই শীতকালে এলাকার দরিদ্র মানুষের কষ্ট দেখে প্রতিমন্ত্রীর কাছে আবদার করেছিলেন। প্রতিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে কম্বলগুলো দিয়েছেন। 


    সামাজিক দুরত্ব বজায় রেখে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন আড়ানী ইউনিয়ন পরিষদের ঝিনা ১ নম্বর ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল কালাম, ৩ নম্বর ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার জেমি খাতুন, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আক্কাস আলী শাহ, সদস্য আরজান আলী শাহ, আকরাম হোসেন, নাজমুল হক সরকার, হোসেন আলী, লালন উদ্দিন প্রমুখ।

     

     কম্বল পাওয়াদের একজন  ঝিনা শাহাপাড়া গ্রামের গোলেজান বেওয়া। তিনি বলেন, আমার পাড়ার এনামুল আমাকে একটি টোকেন দিয়েছিল। সেই টোকেনে একটি কম্বল পাইছি। আমি দোয়াও করে দিয়েছি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728