Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ||rajshahirdorpon24

    বাঘার প্যানেল মেয়র  শাহিনুর রহমান পিন্টুর দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ


    স্টাফ রিপোর্টার, বাঘা:

    বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে দরিদ্রের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।  ১৬ জানুয়ারি হতে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত মোট ২৫ জনকে ২৫ টি টিউবওয়েল প্রদান করা হয়েছে। প্যানেল মেয়রের ভাই- ফয়সাল আহমেদ তুহিন বলেন, পর্যায় ক্রমে ৯টি ওয়ার্ডে ২০০ টিউবওয়েল দেয়া হবে। বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু এই টিউবওয়েল প্রদান করেন। 



    শাহিনুর রহমান পিন্টুর পক্ষে তারই সহোদর ভাই সুজাত আহমেদ তুফান টিউবওয়েল তুলে দেন। টিউবওয়েল পাওয়া বলিহার হাজীপাড়া গ্রামের রুহুল আমিন, দক্ষিণ মিলিক বাঘা  গ্রামের আব্দুল কালাম, উত্তর মিলিক বাঘা গ্রামের শিমুল উদ্দীন, কলিগ্রামের ছারেত আলী ও জালাল উদ্দীন বলেন, টিউবওয়েল পেয়েছি। এতে বিশুদ্ধ পানির চাহিদা দুর হলো। তারা প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর সার্বিক সাফল্য কামনা করেছেন। 




    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728