তানোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন||rajshahirdorpon24
তানোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন |
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর উপজেলা পরিষদের আয়োজনে ২১ ফেব্রুয়ারী ২০২২ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
জানা গেছে, ২২ ফেব্রুয়ারি সোমবার রাত ১২.০১ মিনিটে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ ও তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন। পরে উপজেলা পরিষদ এবং উপজেলা যুবলীগের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম ও তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকারপ্রমুখ।
এদিকে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। একই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলঘরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম প্রমুখ।এছাড়াও শহীদদের আত্তার মাগফেরাত এবং দেশ ও জাতীর কল্যান কামনায় বিশেষ দোয়া করা হয়। অপরদিকে একইদিন তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তানোর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আলহাজ্ব সাইদুর রহমান সরকার আবু সাঈদ, মাওলানা সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম মাস্টার ও ওয়াজির হাসান প্রতাপ সরকারপ্রমুখ।
No comments