রাজশাহী জেলা সংগ্রামী দলের সভাপতি মধু করোনাই আক্রান্ত !||rajshahirdorpon24
স্টাফ রিপোর্টার, বাঘা:
বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামীদলের দল রাজশাহী জেলা শাখার সভাপতি ও রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মওদুদ আহামেদ মধু করোনাই আক্রান্ত হয়েছেন,গত ২৮ তারিখ করোনার ঢাকায় পরীক্ষা করাই এতে তার করোনা পজেটিভ হয়েছে বলে মুঠোফোনে জানান তিনি সকলের কাছ হতে দোয়া চেয়েছেন,এবং আরো বলেন আল্লাহু যেন সুস্থ করে আবারো দেশনেত্রী মুক্তির আন্দোলন কে বেগবান করতে পাড়ি।
No comments