বাঘায় ২১ ফেব্রুয়ারিতে পৌর সভার প্যানেল মেয়র পিন্টুর টিউবওয়েল বিতরণ ||rajshahirdorpon24
বাঘায় ২১ ফেব্রুয়ারিতে পৌর সভার প্যানেল মেয়র পিন্টু টিউবওয়েল বিতরণ |
স্টাফ রিপোর্টার, বাঘা:
বাঙ্গালি জাতির জীবনে আজ এক গৌরবোজ্জ্বল দিন। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করেন সালাম,বরকত,রফিক,জব্বারসহ অনেকে। আজ সেই বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদেন করেছে পুরো জাতি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে। কণ্ঠে সেই গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি…’।
সোমবার (২১-০২-২০২২) আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে, আরো ৫টি টিউবওয়েল প্রদান করেছেন বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু । এর কয়েকদিন আগে ২৫ টি টিউবওয়েল প্রদান করেছেন এই প্যানেল মেয়র। বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে দরিদ্রের মাঝে টিউবওয়েল প্রদান করছেন বলে জানান তিনি।
সোমবার পৌর এলাকার জিয়াউর রহমান,রইলা বেগম, মামুন হোসেন,মিলন আলী ও হালেমা বেগমের হাতে ১টি করে টিউবওয়েল বাঘা পৌরসভার ওয়ার্ডের দরিদ্রের মানুষের হাতে তুলে দেন প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর সহোদর দুই ভাই সিরাজুল আলম ও ফয়সাল আহমেদ তুহিন এর আগে ১৬ জানুয়ারি হতে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত ৩০ জনকে ৩০ টি টিউবওয়েল প্রদান করা হয়েছে।
টিউবওয়েল পাওয়া লোকজন প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর সার্বিক সাফল্য কামনা করে বলেন, আমাদের টিউবওয়েল নাই পিন্টু ভাইয়ের সহযোগিতায় আমরা টিউবওয়েল পেয়েছি এখন থেকে আর লোকের বাড়িতে পানি আনতে যাওয়া লাগবে না।
No comments