Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় মা ক্লিনিকে রোগীর অর্ধেক অপারেশন করে পালিয়ে গেলেন চিকিৎসক!||rajshahirdorpon24

     

    বাঘায় মা ক্লিনিকে রোগীর অর্ধেক অপারেশন করে পালিয়ে গেলেন চিকিৎসক!

    স্টাফ রিপোর্টার, বাঘা:

    রাজশাহীর বাঘা উপজেলার সদরে মা ক্লিনিকের শিউলি (৪৫) নামের এক রোগীর জরায়ুর টিউমার অর্ধেক অপারেশন করে ডাক্তার পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য উপজেলার আরিপপুর গ্রামের আলম ব্যাপারীর স্ত্রী শিউলি (৪৫) চিকিৎসার জন্য গত শুক্রবার বাঘা পৌরসভার সদরে মা ক্লিনিকে আসেন। ক্লিনিকে লোকজন তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বলেন আপনার অবস্থা ভালো না আজকে অপারেশন করতে হবে বলে ১২ হাজার টাকা মিটমাট করে। তারপর ক্লিনিকের ডাক্তার প্রায় তিন ঘন্টা ধরে জরায়ুর লাড়ির টিউমার অর্ধেক অপারেশন করে ডাক্তার এবং মালিক দিপু পালিয়ে যায়। 


    পড়ে রোগীর স্বজনরা নিয়ে চরম বিপাকে পড়েন। মুমূর্ষ অবস্থায়  বাঘা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে সহ অনেকেই ক্লিনিকে উপস্থিত ছিলেন। রাত ১০ টার দিকে এম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেলে ২৩ নম্বর ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে শিউলির স্বামী আলম ব্যাপারী অভিযোগ করে বলেন, মা ক্লিনিকের পরিচালক দিপু রোগীর অপারেশন এত বড় প্রতারণা করবে আমরা ভাবতে পারিনি। অর্ধেক অপারেশন করে ডাক্তার পালাবে  ভাবতেও পারিনি। 


    এ বিষয়ে মা ক্লিনিকের পরিচালক দিপুর সঙ্গে কথা বলার জন্য তার ক্লিনিকে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ ছিল। এবং  মা ক্লিনিকের কর্মচারী জানান, জরায়ুর অপারেশন করেছেন ডা: মাহবুবুল আলম রানা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাশেদ আহমেদ বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি আসলে বিষয়টি দেখবো। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728