পুকুরের মাটিতে রাস্তা নষ্ট সাধারণের দুর্ভোগে,প্রশাসন নির্বিকার !||rajshahirdorpon24
পুকুরের মাটিতে রাস্তা নষ্ট সাধারণের দুর্ভোগে,প্রশাসন নির্বিকার ! |
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তনোরের সীমান্ত সংলগ্ন মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউপির রতনড্যাং গ্রামে সাধারণের বাধানিষেধ উপেক্ষা ও পেশী শক্তি প্রদর্শন করে ফসলী জমিতে পুকুর খননের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, গ্রামের উসমান আলীর পুত্র রহীদুল ইসলাম কৃষি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রি করে পকেট ভারী করছে, কিন্ত্ত রাস্তায় মাটি পড়ে রাস্তা ও পরিবেশ নষ্ট হলেও বিষয়টি যেনো দেখার কেউ নাই। এতে গ্রামবাসির মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। কিন্ত্ত বিষয়টি সংশ্লিস্ট প্রশাসনকে অবহিত করেও রাস্তা রক্ষা ও মাটি বাণিজ্য বন্ধ করা যাচ্ছে না। সরেজমিন দেখা গেছে, এলাকার বিভিন্ন পাকা-কাচা রাস্তায় মাটি পড়ে চরম ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে গ্রামবাসী এসবের প্রতিবাদে মাটি পরিবহনে বাধা দিলে রহীদুলের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে এতে সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নতুন-পুরাতন পুকুর খনন বা পুনঃখনন করতে হলে উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হবে এবং কোনো অবস্থাতেই মাটি বাইরে বিক্রি করা যাবে না এমন বাধ্যবাধকতা রয়েছে।
কিন্ত্ত রহীদুল এসব নিয়মনীতি উপেক্ষা করেই মাটি বাণিজ্য করছে। স্থানীয় ইউপি সদস্য বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যেভাবে কাচা-পাকা রাস্তা নষ্ট করা হচ্ছে তাতে মনে হচ্ছে এসব দেখার কেউ নাই, তাদের কিছু বলতে গেলেই প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে, তাদের কাছে আমরা অসহায়। নান প্রকাশে অনিচ্ছুক এক ট্রাক্টর চালক বলেন, প্রশাসনের অনুমতি নিতে প্রায় ৫০ হাজার টাকা খরচ মাটি না বিক্রি করলে টাকা উঠবে ক্যামনে।
এবিষয়ে জানতে চাইলে রহীদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে আমার পুকুর আমি পুনঃখনন করছি, তিনি বলেন, মাটি বাইরে না দিলে এতো মাটি আমি কি করবো, আর রাস্তা নস্ট হলে সরকার দেখবেন এটা নিয়ে গ্রামবাসির অভিযোগ করার কিছু নাই। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন, বলেন বিষয়টি তার জানা নাই, তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments