দেওপাড়া ইউপি চেয়ারম্যানের আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন ||rajshahirdorpon24
দেওপাড়া ইউপি চেয়ারম্যানের আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন |
আলিফ হোসেন,তানোরঃ
বাঙালী জাতির জনক ও মহান স্বাধীনতার স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে (ইউপি) মুজিব শতবর্ষ উপলক্ষে তৃতীয় ধাপে জমির মালিকানাসহ মাথা গোঁজার নতুন ঠিকানা পাচ্ছেন আরো ৩১টি ভুমি ও গৃহহীন পরিবার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-৩ এর আওতায় গৃহহীনদের এসব বসতবাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের তদারকিতে ঘরগুলোর নির্মাণ কাজ চলছে। এদিকে ৩১ জানুয়ারী সোমবার ইউপির ঢহরডাঙ্গী গ্রামে ঘর নির্মাণকাজ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। ইত মধ্যে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল, রাজশাহী বিভাগের স্থানীয় সরকার উপ-পরিচালক ডা. চিত্রলেখা নাজনীন, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ নির্মাণ কাজ পরিদর্শন করে কাজের মাণ ও অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের এক নম্বর খাস খতিয়ানভূক্ত সম্পত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রেরিত ডিজাইন অনুসরণ করে এসব সেমিপাকা বসতবাড়ি নির্মাণ করছে উপজেলা প্রশাসন। প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ সব বসতবাড়িতে থাকছে দুইটি শয়নকক্ষ, একটি টয়লেট, রান্নাঘর ও একটি বারান্দা। প্রত্যেক পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে আলাদা আলাদা বাড়ি। এ প্রসঙ্গে গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, তৃতীয় ধাপের ঘরগুলোর নকশার কিছু পরিবর্তন হয়েছে, এবং নতুন ডিজাইন অনুসরণ করে যথাযথভাবে ঘরগুলো নির্মাণ কাজ চলছে, নির্মাণ কাজ সার্বক্ষণিক তদারকি করছে উপজেলা পরিষদ ও প্রশাসন।
জানা গেছে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে ছিন্নমূল ও ভূমিহীন পরিবারের তথ্য স্থানীয় ভূমি অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়েছে। আর এই প্রকল্পের অধীনে ভূমিহীন-গৃহহীন বিধাব, অসহায়, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে এই ঘরগুলো দেওয়া হবে। নির্মাণ কাজ শেষ হলেই সরকারি নির্দেশনা অনুযায়ী অতিদ্রুত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর, জমি কবুলিয়াত করে দেয়া সহ অন্যান্য কাগজপত্র হস্তান্তর করা হবে।
The Casino Credit Application for USA Players - JMHub
ReplyDeleteThe Casino Credit Application for 천안 출장마사지 USA Players. The Casino Credit Application for USA Players. The 청주 출장마사지 Casino Credit Application for USA Players. The Casino Credit 동해 출장샵 Application for 경산 출장안마 USA Players. 의왕 출장샵