Header Ads

  • সর্বশেষ খবর

    পালিয়ে গেল রিপন, ফেনসিডিলসহ ধরা খেলো রবিন,দুই মোটরসাইকেল জব্দ করলো পুলিশ!||rajshahirdorpon24

    পালিয়ে গেল রিপন, ফেনসিডিলসহ ধরা খেলো রবিন,দুই মোটরসাইকেল জব্দ করলো পুলিশ


    স্টাফ রিপোর্টার, বাঘা:

    রাজশাহীর বাঘায় ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  এ সময়  পালিয়ে গেছে আরেকজন।  দু’জনের দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। 


    পুলিশ জানায়,বৃহস্পতিবার(৩ মার্চ) সকালে অভিযান চালিয়ে উপজেলার মনিগ্রাম কবিরাজপাড়া এলাকা থেকে রবিন খান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তাকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় হরিরামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে রিপন আহম্মেদ (২৬) পালিয়ে যায়। তারা দুইজন  মোটরসাইকেলে ফেনসিডিল বহন করছিল।   গ্রেপ্তারের পর তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ভারতীয় নিষিদ্ধ ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ফেনসিডিলগুলো আলাইপুর পদ্মানদী বাধ এলাকা থেকে একটি সাদা প্লাষ্টিকের ব্যাগে করে  নিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পুলিশ তাদের গতিরোধ করলে হরিরামপুর গ্রামের  রিপন আহম্মেদ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। আর মোটরসাইকেল ও ফেনসিডিলসহ ধরা পড়ে মনিগ্রাম কবিরাজপাড়ার রবিন খান। গ্রামের লোকজন জানান, এর আগেও অনেকগুলো ফেনসিডিলসহ ধরা পড়েছিল রবিন।

     

    বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তার রবিন খানসহ পলাতক রিপন আহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  দায়ের করে, দুপুরে রবিন খানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728